সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুলে শিশু দিবস পালন
সংবাদদাতা: সিস্টার বাণী, এসসি আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই ভবিষ্যতে পরিবার, সমাজ, মণ্ডলী ও দেশ সেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই প্রত্যেক শিশু যেন নিরাপদে ও সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে উঠে সেজন্য শিক্ষক-অভিভাবক সকলকেই তৎপর হতে হবে। সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাই স্কুলে ৪ সেপ্টেম্বর শিশু দিবস উদযাপনের উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও […]