সাধু পোপ ষষ্ঠ পল সেমিনারীতে অনুষ্ঠিত হলো ‘পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক’ সেমিনার
সংবাদদাতা: ফাদার সুরেশ পিউরীফিকেশন রাজশাহী ধর্মপ্রদেশের সাধু পোপ ষষ্ঠ পল সেমিনারীতে রাজশাহী ফ্যামিলি রোজারী মিনিস্ট্রি’ টিম এর আয়োজনে ‘পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সেমিনারের মূলসুর ছিলো ‘এসো জপমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি’। রাজশাহী ধর্মপ্রদেশের রোজারী মিনিস্ট্রির পরিচালক ফাদার অনিল মারাণ্ডী মূলবিষয়ের আলোকে সহভাগিতা করেন। তিনি বলেন, রোজারীমালা […]