সুরশুনিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা
সংবাদদাতা: সুশীল টুডু সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা। “আশার তীর্থযাত্রায় আমাদের অংশগ্রহণ” মূলসুরকে কেন্দ্র করে ১৭ অক্টোবর দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, ফাদার সাগর তপ্ন, ফাদার বিশ্বনাথ মারাণ্ডী, ডিকন অনু গমেজ, এডভোকেট নরেন্দ্রনাথ টুডু, বিভিন্ন গ্রাম থেকে আগত মাঞ্জহি, প্যারিশ সদস্য, গির্জামাস্টার ও নারী প্রতিনিধিসহ […]