ভূতাহারা ধর্মপল্লীতে ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার পর্ব পালন
সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায় শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় পালিত হলো বালক যীশুভক্তা ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার পর্ব। ভূতাহারা গ্রামের ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজা সংঘের ২৬জন সদস্যার নয়দিনের নভেনা ও পাপস্বীকার সংস্কার গ্রহণের পর ১ অক্টোবর এই পর্ব পালন করা হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পাল পুরোহিত ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের পর ছিল জলযোগ, […]