নবাই বটতলাতে অনুষ্ঠিত হলো অভিভাবক সেমিনার
সংবাদদাতা: পিনোস মারাণ্ডী নবাই বটতলা ধর্মপল্লীর সেন্ট যোসেফস্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সেমিনার। ১৬ অক্টোবর অনুষ্ঠিত উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ৮৫জন অভিভাবক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার লিংকন কস্তা এবং সভাপতির আসন অলংকৃত করেন ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন। অনুষ্ঠানের শুরুতে ছিলো বক্তব্য, সাংস্কৃতিক ও আলোচনা সভা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান […]






