রাজশাহী কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খ্রিস্টপ্রসাদ প্রদান সংস্কার
সংবাদদাতা: ফাদার শেখর কস্তা রাজশাহী উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খ্রিস্টপ্রাসদ প্রদান সংস্কার অনুষ্ঠান। ২৬ অক্টোবর ৮৪ জন ছেলেমেয়ে খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ভিকার জেনারেল এবং কাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী। ফাদার ফাবিয়ান মারাণ্ডী উপদেশে বলেন, শিশুদের জন্য এই দিনটি সত্যি আনন্দের এবং এটি তাদের জীবনের শ্রেষ্ঠ ও স্মরণীয় […]





