গুল্টা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় যুবদিবস
সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস “খ্রিস্ট জন্মজয়ন্তীতে যুবারাই আশার তীর্থযাত্রী” মুলসুরকে কেন্দ্র করে সিরাজগঞ্জের আভে মারীয়া ধর্মপল্লী, গুল্টাতে পালিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় যুবদিবস। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অনুষ্ঠিত যুব দিবসে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে যুবক-যুবতী, ফাদার-সিস্টার, ভলেন্টিয়ার এনিমেটরসহ ২০০জন অংশগ্রহণ করেন। যুবদিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার […]