ফৈলজানা ধর্মপল্লীতে পর্ব ও হস্তার্পণ সংস্কার অনুষ্ঠিত
সংবাদদাতা: অর্ণেট ব্লেইজ পেরেরা ফৈলজানা ধর্মপল্লীতে আনন্দ ও আধ্যাত্মিক উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হলো ধর্মপল্লীর প্রতিপালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্বদিবস। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত পর্বীয় খ্রিস্টযাগে চৌত্রিশ জনকে হস্তার্পণ সংস্কারও প্রদান করা হয়। এছাড়াও আগেরদিন ফৈলজানার চাচকিয়া উপধর্মপল্লীতে আরো সাতজন হস্তার্পণ সংস্কার গ্রহণ করে। পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও । আরো উপস্থিত ছিলেন ধর্মপল্লীর […]





