সুরশুনিপাড়ায় অনুষ্ঠিত হলো প্রার্থনা পরিচালকদের প্রাক-বড়দিন উৎসব
সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়ায় পালিত হলো গ্রামের প্রার্থনা পরিচালকদের নিয়ে মাষ্টার মিটিং এবং প্রাক-বড়দিন উৎসব। উক্ত মিটিং ও প্রাক-বড়দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম থেকে আগত ৪০জন প্রার্থনা পরিচালক। উদ্বোধনী বক্তব্যে পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা বলেন, গ্রামের প্রার্থনা পরিচালকগণ হলেন গ্রামের প্রাণ। ফাদারদের সব গ্রামে যাওয়া সম্ভব হয়ে উঠে না। তবে […]






