Posts from December 15, 2025

1 Item

সুরশুনিপাড়াতে যুবক-যুবতীদের আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতি

by Barendradut

সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়াতে অনুষ্ঠিত হয়েছে যুবক-যুবতীদের আগমনকালীন প্রস্তুতি। ১৩ ডিসেম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, ফাদার সাগর তপ্ন, ফাদার সুরেশ ডন বস্কো পিউরিফিকেশন, ফাদার সনেট কস্তা ও সিস্টারগণসহ বিভিন্ন গ্রাম থেকে আগত ১৫০ জন যুবক-যুবতী। ফাদার সুরেশ পিউরিফিকেশন যুবক-যুবতীদের উদ্দেশ্যে বলেন, যুবক-যুবতীরা যেন হয়ে উঠে একেকজন নীতিবান […]