Posts from December 22, 2025

1 Item

ভূতাহারাতে অনুষ্ঠিত হলো যুব গঠন সেমিনার ও আগমনকালীন প্রস্তুতি

by Barendradut

সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায় শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী, ভূতাহারায় তিনদিনব্যাপী যুব গঠন সেমিনার ও আগমনকালীন প্রস্তুতি অনুষ্ঠিত হয়। ১৯ থেকে ২১ ডিসেম্বর ষষ্ঠ শ্রেণী থেকে কলেজপড়ুয়া ১৪১ জন যুবা শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আরাধনা-বড়দিনের নভেনা ও পাপস্বীকারের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। ২০ ডিসেম্বর উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু […]