মথুরাপুরে ছাত্র-ছাত্রীদের বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতি
সংবাদদাতা: ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু সাধ্বী রীতা’র ধর্মপল্লী, মথুরাপুরে ছাত্র-ছাত্রীদের জন্য বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর অনুষ্ঠানে ফাদার পিউস গমেজ, ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু, সিস্টার এবং ১৪০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূলভাব ছিলো ‘আগমনকাল: আত্মিক প্রস্তুতি ও অন্তরে যিশুর জন্মের আহ্বান’। উদ্বোধনী বক্তব্যে ফাদার পিউস গমেজ বলেন, আগমনকাল হলো আত্মপরীক্ষা, প্রার্থনা, অনুশোচনা […]





