লক্ষণপুর ধর্মপল্লীর পর্ব পালন
সংবাদদাতা: ফাদার সমর দাংগ, ওএমআই লক্ষণপুর ধর্মপল্লীর প্রতিপালক সাধু ইউজিনের পর্ব পালিত হয়েছে। পর্ব পালনকে কেন্দ্র করে প্রতিটি গ্রামের খ্রিস্টভক্তগণ নয়দিন ধরে নভেনা প্রার্থনা ও খ্রিস্টযাগের মাধ্যমে আধ্যাত্মিক প্রস্তুতি নেন । ধর্মপল্লীর পর্ব পালনের পাশাপাশি খ্রিস্ট জন্ম জুবিলী বর্ষ উপলক্ষে ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ ধর্মপল্লীতে জুবিলী তীর্থ করেন। ৩ মে পর্বের দিন গ্রামের খ্রিস্টভক্তগণ একসাথে গ্রামভিত্তিক রোজারীমালা […]