সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় বার্ষিক শিক্ষক নির্জনধ্যান
সংবাদদাতা: ক্যাম্পাস প্রতিনিধি সেন্ট যোসেফস স্কুল অ্যাণ্ড কলেজের আয়োজনে এবং যুব ও শিক্ষক গঠন কর্মসূচি, কারিতাসের সহযোগিতায় সেন্ট যোসেফস প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “ধর্মপ্রদেশীয় বার্ষিক শিক্ষক নির্জনধ্যান-২০২৫”। ১৬ আগস্ট অনুষ্ঠিত এই নির্জন ধ্যানে রাজশাহী ধর্মপ্রদেশীয় দক্ষিণ ভিকারিয়াস্থ মিশনারি প্রতিষ্ঠানের মনোনিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত ধ্যানসভায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের শিক্ষা কমিশনের সাধারণ সম্পাদক এবং সেন্ট যোসেফস […]













