নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দম্পতি সেমিনার
সংবাদদাতা: ফাদার লিংকন কস্তা নবাই বটতলা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত ৬০ জোড়া দম্পতি নিয়ে ২০ জুন রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন পরিষদের আয়োজনে ও নবাই বটতলা ধর্মপল্লীর পৃষ্ঠপোষকতায় দম্পতি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার স্বপন পিউরীফিকেশন, ফাদার পল পিটার কস্তা ও ফাদার লিংকন কস্তা। ফাদার পল পিটার কস্তা শুভেচ্ছা বক্তব্যে বলেন, […]














