লুইসপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পর্বদিবস
সংবাদদাতা: মাইকেল মারাণ্ডী রাজশাহী ধর্মপ্রদেশের লুইসপাড়াতে অনুষ্ঠিত হলো পবিত্র পরিবারের পর্বদিবস। ধর্মপল্লীর পালকীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পর্বটি জানুয়ারী মাসের শেষ শুক্রবার পালিত হয়। ৩১ জানুয়ারী পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার প্রেমু রোজারিও। এছাড়াও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার উইলিয়াম মুর্মুওসহ আরো পুরোহিত এবং খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। পর্বীয় খ্রিস্টযাগে ধর্মপল্লীর এগারো জন ছেলেমেয়ে পাপস্বীকার ও খ্রিস্টপ্রসাদ সংস্কার […]