জলবায়ু সংকট: বাংলাদেশ কাথলিক মণ্ডলীর ভাবনা
ফাদার সাগর কোড়াইয়া বাংলাদেশ কাথলিক মণ্ডলী পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবেলায় দেশব্যাপী সমন্বিত আন্দোলন ও প্রেরণা যোগাতে সক্ষম হয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী এই চলমান জলবায়ু সংকট বিষয়ে কাথলিক বিশপ সম্মিলনী বেশ সোচ্চার। জাতীয় ন্যায় ও শান্তি কমিশনের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের ৮টি ধর্মপ্রদেশে বাস্তবতা ও ভৌগলিক অবস্থার ওপর নির্ভর করে জলবায়ু, শিশু সুরক্ষা, অভিবাসন, কারারক্ষী এবং মানবাধিকার […]












