ময়মনসিংহ ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো জাতীয় যুব দিবস
সংবাদদাতা: মন্দিরা এক্কা ও অজয় জেরম মুর্মু “যুবারা আশার তীর্থযাত্রী” মুলসুরকে কেন্দ্র করে ময়মনসিংহ ধর্মপ্রদেশের উৎরাইল, বিরিশিরিতে অবস্থিত ডন বস্কো স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো জাতীয় যুব দিবস। ২৬ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ অনুষ্ঠিত যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চবিশপ বিজয় এন.ডি’ক্রুজ, ওএমআই, বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ ক্যাভিন র্যাণ্ডাল, বিশপ পল পনেন কুবি, […]














