লক্ষ্মণপুর ধর্মপল্লীতে আগমনকালীন নির্জন ধ্যান অনুষ্ঠিত
ফাদার সমর দাংগ, ওএমআই সাধু ইউজিন ধর্মপল্লী লক্ষ্মণপুরে অনুষ্ঠিত হয়েছে আগমনকালীন নির্জনধ্যান। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্জনধ্যানের মূলভাব ছিল, ‘‘সজাগ থাকো, ত্রাণকর্তা আসছেন”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে গির্জা মাষ্টারগণ ও মারীয়া সেনাসংঘের সদস্যাগণ নির্জনধ্যানে অংশগ্রহণ করেন। নির্জনধ্যানে মূলভাবের ওপর আলোচনায় ফাদার সমর দাংগ বলেন, আমরা আমাদের আধ্যাত্মিক ও বিশ্বাসের জীবনে অসচেতনভাবে, অলসতা করে বা আরো বিভিন্নভাবে […]














