রাজশাহী ধর্মপ্রদেশে নিবেদিত জীবন দিবস উদযাপন
সংবাদদাতা: ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন আমরা প্রত্যেকে ঈশ্বরের নিকট উৎসর্গীকৃত। যেদিন দীক্ষাস্থান লাভ করেছি সেদিনই বিভিন্ন জীবন গ্রহণের জন্য নিবেদিত হয়েছি। তাই প্রত্যেককেই নিজ নিজ জীবনাহ্বান বিশ্বস্তভাবে যাপন করতে হয়। রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত সকল ফাদার, ব্রাদার ও সিস্টারকে আজকের এই বিশেষ দিনে তাদের ত্যাগস্বীকার ও ঈশ্বরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করায় ধন্যবাদ জানাই। রাজশাহী […]












