বিশ্বমণ্ডলীর খবরাখবর- ১০
ফাদার সুনীল রোজারিও। বরেন্দ্রদূত প্রতিনিধি ভাটিকান সিটি: ধর্মের কাজ হলো একসঙ্গে শান্তির সেতুবন্ধন রচনার জন্য কাজ করা। পোপ ফ্রান্সিস ভাটিকান সিটিতে আলবানিয়ার বেকতাসিস মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। তিনি বলেন, “যখন ধর্মীয় নেতাগণ পারস্পরিক সম্মানবোধ নিয়ে সংলাপের মধ্যদিয়ে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলেন তখন নবীকৃত ও দৃঢ় হয় নতুন বিশ্বের আশা।” […]












