ভূতাহারার চাকলা গ্রামে ওআইসিএস ও শিশুমঙ্গল দিবস পালন
সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায় শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী, ভূতাহারার চাকলা গ্রামে ওআইসিএস ও শিশুমঙ্গল দিবস পালন করা হয়। ১৩ ডিসেম্বর খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পাল পুরোহিত ফাদার যখন মিন্টু যোহন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ফাদার উজ্জ্বল গোমেজ ও তিনজন সিস্টার। ওআইসিএস ও শিশুমঙ্গল দিবসে যুব নৈতিকতা ও আধ্যাত্মিকতার বিষয়ে শিক্ষা দেন ফাদার মিন্টু রায়। […]














