পাপীর পরিত্রাতা যিশু ও আমাদের আত্মোপলব্ধি
ফাদার মিন্টু যোহন রায় লুক রচিত মঙ্গলসমাচারের ২৩:৪৩ পদে অনুতপ্ত চোরের অনুতাপ ও আকুল প্রার্থনার উত্তরে প্রভু যিশু বলেছিলেন, “আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি আমার সঙ্গে সেই অমৃতলোকে স্থান পাবে।” প্রভু যিশুর এই উক্তি গভীরভাবে ধ্যান–অনুধ্যান করলে আমরা পেতে পারি জীবনের আশা, অনুতাপের উপলদ্ধি ও স্বর্গলাভের পথ। চোরের আত্মোপলদ্ধি যিশুকে যখন কালভেরীতে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, […]