মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ‘লাউদাতো সি’ সপ্তাহ
সংবাদদাতা: লর্ড রোজারিও পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ২০১৫ খ্রিস্টাব্দে ‘লাউদাতো সি’ নামক প্রৈরিতিক পত্র লেখেন যা সারাবিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। আসিসির সাধু ফ্রান্সিস যেভাবে প্রকৃতিকে ভালবাসতেন ঠিক সেভাবেই পোপ ফ্রান্সিস চেয়েছেন যেন মানুষ প্রকৃতিকে ভালোবাসে এবং যত্ন নেয়। আমাদের এই লাউদাতো সি সপ্তাহে একটি করে গাছ লাগানো উচিত যেন আমরা বিশুদ্ধ অক্সিজেন পেতে পারি। তাই আসুন […]