রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো খ্রিস্টিয় সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
সংবাদদাতা: ফাদার সুরেশ পিউরীফিকেশন রাজশাহী ধর্মপ্রদেশের পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো খ্রিস্টিয় উপাসনা সঙ্গীতের প্রশিক্ষণ কর্মশালা। ২১ থেকে ২৩ আগষ্ট অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় উপাসনা ও প্রার্থনা বিষয়ক কমিশনের আহ্বায়ক ফাদার সুরেশ পিউরীফিকেশন, সেক্রেটারি ফাদার লিংকন কস্তা, উপাসনা সঙ্গীতের প্রশিক্ষক ও সিস্টারসহ ৭০জন অংশগ্রহণকারী। সেমিনারে বাংলা, সাঁন্তালী, উরাও ও পাহাড়িয়া সঙ্গীতের পাশাপাশি সামসঙ্গীতের […]













