সেন্ট যোসেফ প্রাথমিক বিদ্যালয়, ভূতাহারায় শিক্ষক দিবস পালন
সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায় সেন্ট যোসেফ প্রাথমিক বিদ্যালয়, ভূতাহারায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। ১৩ নভেম্বর অনুষ্ঠিত শিক্ষক দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফাদার লুইস সুশীল পেরেরা এবং ফাদার যোহন মিন্টু রায়। অনুষ্ঠানসূচিতে ছিল নৃত্য ও ফুলের মধ্য দিয়ে অতিথি ও শিক্ষকদের বরণ। ফাদার যোহন মিন্টু রায় এ বছরের […]














