সুরশুনিপাড়া ধর্মপল্লীর সংবাদ
সংবাদদাতা: ফাদার উত্তম রোজরিও জাতীয় যুব ক্রুশের প্রতি ভক্তি নিবেদন সুরশুনিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের খ্রিস্টভক্তগণ জাতীয় যুব ক্রুশের প্রতি ভক্তি নিবেদন করেন এবং তাদের বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটান। ২৩ এপ্রিল মহাসমারোহে নবাই বটতলা ধর্মপল্লী হতে সুরশুনিপাড়া ধর্মপল্লী চত্বরে পৌঁচ্ছালে মাহালী ও সান্তালী কৃষ্টি অনুসারে ক্রুশটি বরণ করে নেয়া হয়। ক্রুশের প্রতি ভক্তি ও যিশুর প্রতি বিশ্বাস […]