রাজশাহী ধর্মপ্রদেশের আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে ওয়াইসিএস দিবস
সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস “হৃদয়ে নতুন চেতনা এবং অনুপ্রেরণা নিয়ে ওয়াইসিএসের ধারণা গ্রহণ করি” মূলভাবের আলোকে আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়াইসিএস দিবস। ৩ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিত ওয়াইসিএস দিবসে ধর্মপল্লীর ফাদার, সিস্টার, যুব কমিশনের ভলেন্টিয়ার ও এনিমেটরসহ বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ১৫৮জন ওয়াইসিএসের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার উইলিয়াম মুরমু। […]














