মহিপাড়া ধর্মপল্লীতে শিশুমঙ্গল দিবস উদযাপন
সংবাদদাতা: ফাদার নরেশ মার্ডী “জাতিসমূহের মাঝে আশার প্রেরণকর্মী” মূলসুরকে কেন্দ্র করে মহিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয় শিশুমঙ্গল দিবস। ১৬ ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন গ্রামের শিশুরা এনিমেটরসহ ধর্মপল্লীতে আসে। শিশুমঙ্গল দিবসে ফাদার, সিস্টার, এনিমেটর ও শিশুসহ উনসত্তর জন অংশগ্রহণ করে। খ্রিস্টযাগের মধ্য দিয়ে শিশুমঙ্গল দিবসের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল–পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরি। […]