ভূতাহারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো সাধু ভিনসেন্ট ডি’পলের পর্ব
সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায় রাজশাহী ধর্মপ্রদেশের ভূতাহারা ধর্মপল্লীতে পালিত হয়েছে সাধু ভিনসেন্ট ডি’পলের পর্ব। ২৭ সেপ্টেম্বর ভূতাহারা ধর্মপল্লীর এসভিপি দলের সদস্য-সদস্যাদের অংশগ্রহণে এই পর্ব পালিত হয়। পর্বীয় খ্রিস্টযাগে ভূতাহারা গ্রামের নারী-পুরুষ ও সংঘের ২০জন সদস্য-সদস্যা খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার মিন্টু যোহন রায়। খ্রিস্টযাগের পর ছিল আলোচনা অনুষ্ঠান ও সংঘের কার্যক্রমের পরিকল্পনা। […]














