উত্তর ভিকারিয়ায় অনুষ্ঠিত হলো আহ্বানমেলা
সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার বেণীদুয়ার ধর্মপল্লীতে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত অষ্টম হতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যুবক-যুবতীদের ‘যিশুর আহ্বান- ‘আমি তোমাকে করে তুলবো মানুষ ধরার জেলে’ মূলসুরের ওপর অর্ধদিবসব্যাপী আহ্বানমেলা অনুষ্ঠিত হয়। ২৩ মে অনুষ্ঠিত আহ্বানমেলায় ১৬০জন অংশগ্রহণ করে। প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন, আহ্বান বিষয়ক গানসহ পাল পুরোহিতের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু […]