হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে ব্রাদার ফ্রান্সিস বয়লান বাস্কেটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সংবাদদাতা: ব্রাদার রিমেক্স, সিএসসি হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে অনুষ্ঠিত হলো ব্রাদার ফ্রান্সিস বয়লান বাস্কেটবল টুর্নামেন্ট। ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি, সহকারী অধ্যক্ষ ব্রাদার জনি গ্রেগরী, সিএসসি ও অন্যান্য ব্রাদারগণ । এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাদার ফ্রান্সিস বয়লান, সিএসসি। ব্রাদার বয়লান প্রতিষ্ঠানটির একজন অকৃত্রিম বন্ধু এবং নিবেদিতপ্রাণ […]














