লক্ষ্মীকুল ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব দিবসের ক্রুশ স্থাপন
সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস রাজশাহী ধর্মপ্রদেশের সাধু জন বস্কো ক্যাথলিক ধর্মপল্লী, লক্ষ্মীকুলে ধর্মপ্রদেশীয় যুব ক্রুশ স্থাপন করা হয়। ১৪ নভেম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এমিল এক্কা, এসডিবি, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস্ গমেজ ও সেক্রেটারী বেনেডিক্ট তুষার বিশ্বাসসহ কমিশনের এনিমেটর এবং ধর্মপল্লীর যুবক-যুবতী ও খ্রিস্টভক্তগণ। ১৩ নভেম্বর সাক্রামেন্তিয় আরাধনার […]














