বনপাড়াতে বিশ্বরাজ খ্রিস্টের মহাপর্ব ও খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা উদযাপন
সংবাদদাতা: ফাদার শ্যামল গমেজ “খ্রিস্টরাজা তোমারে প্রণাম করি, তুমি পবিত্র ঈশ্বরনন্দন তোমারে প্রণাম করি” ঐশ জনগণের সম্মিলিত সুর এবং গভীর বিশ্বাস ও ভক্তি উৎসাহ নিয়ে লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে পালিত হল বিশ্বরাজ খ্রিস্টের পর্ব ও খ্রিস্টপ্রসাদীয় শোভাযাত্রা। ২৩ নভেম্বর অনুষ্ঠিত পর্বীয় খ্রিস্টযাগের উপদেশে ফাদার দিলীপ এস. কস্তা বলেন, প্রথম বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট অস্থিরতা এবং […]














