ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রাণ্ডালের মুশরইল ধর্মপল্লী ও সেমিনারী পরিদর্শন
সংবাদদাতা: প্রশান্ত সন্তোষ মুর্মু বাংলাদেশে নিযুক্ত পোপের প্রতিনিধি আর্চবিশপ কেভিন রাণ্ডাল ও বিশপ জের্ভাস রোজারিও মুশরইল ধর্মপল্লী ও সেমিনার পরিদর্শন করেন। ২২ জানুয়ারী সাঁন্তালী ঐতিহ্যবাহী দাঁসাই নৃত্য ও পা ধোয়ানোর মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হলিক্রস যাজক সম্প্রদায়ের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি, ওয়াইএমসিএ, এশিয়ার প্রেসিডেন্ট বাবু […]














