ঢাকা আর্চডাইয়োসিসের বর্তমান আর্চবিশবের অবসর গ্রহণ ও নতুন আর্চবিশবের নাম ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তি ।। ভাটিকান, ৩০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ ঢাকা আর্চডাইয়োসিসের আর্চবিশপ কার্র্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি এর ঢাকা আর্চডাইয়োসিসের কর্মদায়িত্ব থেকে অবসর গ্রহণের আবেদনটি মুঞ্জুর করে তাঁঁর স্থলে সিল্টে ডাইয়োসিসের বিশপ বিজয় এন্ডু ক্রুশকে ডাকা আর্চডাইয়োসিসের আর্চবিশপ হিসেবে মনোনয়ন দিয়েছেন। এ খবরটি ভাটিকান রেডিও ও ভাটিকান দূতাবাস, বাংলাদেশ থেকে একযোগে ঘোষণা করা হয়েছে। আর্চবিশপ কার্র্ডিনাল […]