স্বর্গবাসী হলেন আর্চবিশপ মজেস কস্তা
চট্রগ্রাম মেট্রোপলিটান আর্চবিশপ মজেস মন্টু কস্তা, সিএসসি, আজ সকালে মৃত্যুবরণ করেছেন। গত ১৩ জুন তারিখে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্রগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। স্কয়ার হাসপাতালের ডাক্তারগণ পরীক্ষা করে জানান যে তিনি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। এক সময় আর্চবিশপ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। কিন্তু গত ৭ জুলাই তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন। পরে […]