করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা
হে করুণাময় পিতা পরমেশ্বর/ তুমি তোমার আপন মহিমায়/ এই বিশ্বজগৎ সৃষ্টি করেছো। এই উত্তম সৃষ্টির মধ্যে/ মানুষকে আরো উত্তমরূপে সৃষ্টি ক’রে/ তাদের মহিমান্বিত করেছো। এ তোমার অপার মহিমা। মানুষ পাপে পতিত হলে/ তাদের উদ্ধার করার জন্যে/ তুমি তোমার পুত্র খ্রিস্টকে জগতে পাঠিয়েছো। তুমি তোমার আত্মাকে প্রেরণ করেছো/ আমাদের পরিচালিত করার জন্যে। তবুও আমরা মাঝে মাঝে […]