ধর্মপল্লীতে বাণীপাঠক ও বেদীসেবক প্রতিষ্ঠা খ্রিস্টযাগ
সাধু ইউজিন গির্জা, লক্ষণপুর ধর্মপল্লীতে ২৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শনিবার তারিখে বিশেষ পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে কয়েকজন পুরুষ ও নারী খ্রিস্টভক্তকে বাণীপাঠক ও বেদীসেবক সেবার দায়িত্ব প্রদান করা হয়। এই বিশেষ পবিত্র খ্রিস্টযাগে ধর্মপল্লীর অন্যান্য খ্রিস্টভক্তগণও যোগদান করেন এবং বাণীপাঠক ও বেদীসেবকদের জন্য প্রার্থনা করেন। এই দিনটি ধর্মপল্লীর জন্য অত্যন্ত আনন্দের দিন ছিল। পবিত্র […]