রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃ সংঘের বার্ষিক নির্জন ধ্যান
গত ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর এবং ৩০ সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে, বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃ সংঘ এর আয়োজিত দুটি দলে বার্ষিক নির্জন ধ্যানের আয়োজন করা হয়। এই বছরের বার্ষিক নির্জন ধ্যানের মূলসুর ছিলো “বর্তমান প্রেক্ষাপটে সেবাদানকারী যাজকত্বের পালকীয় অঙ্গীকার’’ এর উপর ফাদার জর্জ প্রনোদাত, এসজে অত্যন্ত অর্থপূর্ণ ভাবে অনুধ্যান সহভাগিতা […]