ভবানীপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল যুবাদের তপস্যাকালীন প্রস্তুতি
গত ২১ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, ভবানীপুর ধর্মপল্লীতে যুবাদের নিয়ে অনুষ্ঠিত হল দিনব্যপি তপস্যাকালীন আধ্যাত্নিক প্রস্তুতি। এই তপস্যাকালিন প্রস্তুতির মূলসুর ছিল “যীশুর কষ্টের যন্ত্রণাভোগ”। এই অনুষ্ঠানের শুরুতেই ছিল বিশেষ প্রার্থনা। যুবাদের হৃদয়ে যীশুর যন্ত্রণাভোগ উপলব্ধি করার জন্য ছিল চিত্রাংকন, স্বরচিত কবিতা লিখন ও আবৃত্তি এবং পা-ধোয়ার অনুষ্ঠান। এ পা-ধোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবক-যুবতীরা একে অন্যের পা-ধুয়ে […]