ভস্ম বুধবার ও প্রায়শ্চিত্তকাল উপলক্ষ্যে বিশপ মহদোয়ের বাণী
শ্রদ্ধেয় ও স্নেহের প্রিয়জনেরা, প্রতি বছরের মত এবারও ভস্ম বুধবার কপালে ছাই দিয়ে শুরু হচ্ছে প্রায়শ্চিত্তকাল বা উপবাসকাল। এই কালটি ৪০ দিন স্থায়ী হবে। মরু ভূমিতে ৪০ দিন উপবাস থাকার সময় শয়তান যীশুকে পরীক্ষা করেছিল বা প্রলোভন দিয়েছিল। যীশু প্রলোভনে শয়তানের কাছে পরাভূত হননি; তিনি পরীক্ষা বা প্রলোভন জয় করে ছিলেন। সেই জন্য এই সময় […]