গুল্টা ধর্মপল্লীতে ধর্মপ্রদেশীয় যুব ক্রুশ স্থাপন
সংবাদদাতা: এলিও মার্ডী আভে মারীয়া ধর্মপল্লী গুল্টাতে ধর্মপ্রদেশীয় যুব ক্রুশ স্থাপন করা হয়েছে। যুব ক্রুশ স্থাপন অনুষ্ঠানে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কার্লো বুজ্জি বলেন, এই ক্রুশ নিয়ে ধর্মপল্লীর প্রতিটি গ্রামে যাত্রা করা হবে। তিনি বক্তব্যে জনগণকে ক্রুশের কাছে এসে প্রার্থনা করতে উৎসাহ প্রদান করেন। ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই যুব ক্রুশ স্থাপন করা হয় । […]