রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো যুব দিবস- ২০১৮ খ্রীষ্টাব্দ
১৫-২১ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ, “যুব শ্রেণি, বিশ্বাস ও জীবনাহ্বান নির্ণয়” মূলসুরকে কেন্দ্র করে সাধ্বী রীতা’র ধর্মপল্লী, মথুরাপুরে অনুষ্ঠিত হলো ৩০তম ধর্মপ্রদেশীয় যুব দিবস। পোপ ফ্রান্সিস কর্তৃক আগামী বছরের বিশ^ যুব দিবসের জন্য ঘোষিত মূলসুরকেই এবারের ধর্মপ্রদেশীয় যুব দিবসের মূলসুর হিসাবে বেছে নেওয়া হয়েছে। আর মঙ্গলসমাচারের বাণী হিসাবে বেছে নেওয়া হয়েছে- “ভয় পেয়ো না, মারীয়া! তুমি […]