সুরশুনিপাড়াতে বেদীসেবক ও বাণীপাঠক সেমিনার অনুষ্ঠিত
মণ্ডলীতে খ্রিস্টভক্তদের অংশগ্রহণে বেদীসেবক ও বাণীপাঠক দায়িত্ব বিষয়টি নতুন নয়। তবে বাংলাদেশ মণ্ডলীর জন্য একটি নতুন ধারণা। রাজশাহী ধর্মপ্রদেশের কয়েকটি ধর্মপল্লী ইতিমধ্যে এই দায়িত্ব দুটিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জনগণকে নিযুক্ত করেছেন বলে অভিমত ব্যক্ত করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় উপাসনা কমিশনের আহ্বায়ক ফাদার সুরেশ পিউরীফিকেশন। ৭ সেপ্টেম্বর সুরশুনিপাড়া ধর্মপল্লীতে বেদীসেবক ও বাণীপাঠক বিষয়ক সেমিনারে তিনি বলেন, […]