মহিষবাথান “আশাদান কেন্দ্রে” মাদার তেরেজার পর্ব পালন
আড়ম্বরপূর্ণ পরিবেশে রাজশাহীর মহিষবাথানস্থ আশাদান কেন্দ্রে কলকাতার সাধ্বী মাদার তেরেজার পর্ব পালিত হয়। ৫ সেপ্টেম্বর ২০২৪, রোজ বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিটে মাদার তেরেসার পর্বদিন উপলক্ষে খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। পর্বীয় খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন ক্যাথিড্রাল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার লিটন ডমিনিক কস্তা। উপদেশে ফাদার কস্তা বলেন, মাদার তেরেসা হচ্ছেন ভালবাসার এক ঐশ নিদর্শন। যিশু খ্রিস্ট যেমন মানুষকে […]