ভূতাহারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো কাটেখিস্ট দিবস
সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায় শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় কাটেখিস্ট দিবস পালন করা হয়। ১৭ অক্টোবর উক্ত দিবসে ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের কাটেখিস্টগণ অংশগ্রহণ করেন। সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুশীল লুইস পেরেরা। উপস্থিত ছিলেন সহকারী পাল পুরোহিত ফাদার যোহন মিন্টু রায় এবং ডিকন উজ্জ্বল গমেজ। খ্রিস্টযাগের উপদেশে ফাদার সুশীল লুইস পেরেরা […]














