নবাই বটতলা ধর্মপল্লীতে আইন, জমিজমা জটিলতা ও নেতৃত্ব বিষয়ক সেমিনার
সংবাদদাতা: সুশীল বার্ণাবাস টুডু নবাই বটতলা ধর্মপল্লীতে রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের সহযোগিতায় ধর্মপল্লীর খ্রিস্টভক্তের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্ধদিনব্যাপী নেতৃত্ব, জমিজমা ও আইনি জটিলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ২৯ মার্চ অনুষ্ঠিত উক্ত সেমিনারে ধর্মপল্লীর অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রাম থেকে গ্রাম প্রধান, গির্জা মাষ্টার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রার্থনা, বাইবেল পাঠ ও […]