ডিকন মুকুট গ্রেগরী বিশ্বাসের যাজকীয় অভিষেক
হিব্রুদের কাছে পত্রে সুন্দরভাবে বলা আছে যে, যাজকগণ দেহ-রক্তে গড়া পরিপূর্ণ একেকজন মানুষ, তাদের বিভিন্ন দোষ-দূর্বলতা ও সবলতা রয়েছে। এত দুর্বলতা থাকা সত্ত্বেও ঈশ্বর তাঁর অপরিসীম দয়ায় মানুষের মধ্য থেকেই যাজকদের বেছে নেন যেন তারা ঈশ্বর ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারে। তাই বলা হয় যে, যাজকগণ নিজেদের যোগ্যতা বলে নয় বরং পরমেশ্বরের অসীম কৃপায় […]