সাধু পিতরের সেমিনারিতে প্রয়াত ডেনিস বাস্কের মৃত্যুবার্ষিকী উদযাপন
গত ১৯ আগস্ট সাধু পিতরের সেমিনারিতে কারিতাস রাজশাহী অঞ্চলের প্রাক্তন আঞ্চলিক পরিচালক প্রয়াত ডেনিস সি বাস্কের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সকালে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী এবং সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও,উন্নয়ন প্রশাশক […]