ডিকনদের যাজকীয় অভিষেকের প্রস্তুতিমূলক নির্জন ধ্যান
গত ০১ থেকে ৫ অক্টোবর রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ডিকনদের যাজকীয় অভিষেকের প্রস্তুতিমূলক নির্জন ধ্যান অনুষ্ঠিত হয়। উক্ত নির্জন ধ্যানে রাজশাহী ধর্মপ্রদেশের ৬ জন ডিকন অংশগ্রহণ করেন। এই নির্জন ধ্যান পরিচালনা করেন মুশরইল সাধু পিতর সেমিনারীর পরিচালক ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারাণ্ডী। নির্জন ধ্যানের সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। […]