বোর্ণী ধর্মপল্লীতে ওয়াইসিএস সেমিনার
গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, শক্তিমতি কুমারী মারিয়ার ধর্মপল্লী, বোর্ণীতে ১২০ জন ছাত্র- ছাত্রীদের নিয়ে ওয়াইসিএস সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূলসুর ছিল “জাগি আমরা, জাগাই ওয়াইসিএস “। শুরুতেই ছিল রবিবারসরীয় পবিত্র খ্রিস্টযাগ। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার উজ্জ্বল রিবেরু, সাথে ছিলেন ফাদার মিন্টু যোহন রায় ও ফাদার সুরেশ পিউরীফিকেশন। খ্রিস্টযাগের পর প্রদীপ […]