মুশরইল ধর্মপল্লীর অন্তর্গত মিরকামারী গির্জার প্রতিপালক সাধু আগষ্টিনের পর্ব উদযাপন
গত ২৮ আগস্ট রোজ বুধবার মহাসমারোহে মুশরইল ধর্মপল্লীর অন্তর্গত মিরকামারী গির্জার প্রতিপালক সাধু আগষ্টিনের পর্ব উদযাপন করা হয়। সকালে পর্বীয় খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সাধু পিতর সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী এবং তাকে সহায়তা করেন পাল-পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ। পর্বীয় খ্রিস্টযাগে ফাদার – সিস্টার, সেমিনারিয়ানসহ প্রায় ১২০ জন […]