ক্যাথিড্রাল ধর্মপল্লীতে খ্রিস্টের দেহোৎসবের মহাপর্বদিনে খ্রিস্ট প্রসাদীয় শোভাযাত্রা অনুষ্ঠিত
গত ২ জুন রোজ রবিবার মহাসমারোহে ক্যাথিড্রাল ধর্মপল্লীতে খ্রিস্টের দেহোৎসবের মহাপর্বদিনে খ্রিস্ট প্রসাদীয় শোভাযাত্রার আয়েজন করা হয়। এতে ক্যাথিড্রাল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ফাবিয়ান মারান্ডী, সহকারী পাল-পুরোহিত ফাদার লিটন কস্তা, মনসিনিয়র মার্শেল তপ্ন্য, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, ডিকন মুকুট ও বিভিন্ন সম্প্রদায়ের ১২ সিস্টার এবং প্রায় ৫০০ মত খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। সাক্রামেন্তীয় গান […]