মথুরাপুর ধর্মপল্লীতে প্রতিপালিকা সাধ্বী রীতা’র পর্ব উদযাপন
গত ২৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশের মথুরাপুর ধর্মপল্লীতে মহাসমারোহে প্রতিপালিকা সাধ্বী রীতা’র পর্ব উদযাপন করা হয়। এ দিন ধর্মপল্লীর বিভিন্ন ব্লক/গ্রাম থেকে আগত খ্রিস্টভক্তগণ দলে দলে সাধ্বী রীতার প্রতিমূর্তিতে পুষ্পমাল্য ও উপহার সামগ্রি প্রদান করে অন্তরের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস ও ভালবাসা প্রদর্শন করে এবং সাধ্বী রীতার চরণ ছুঁয়ে তাঁর মধ্য দিয়ে ঐশ আশীর্বাদ যাচনা […]