নবাই বটতলা ক্রেডিট ইউনিয়নের ৫ম বার্ষিক সাধারণ সভা
গত ২৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ ‘এসো সঞ্চয় করি, সুখী জীবন গড়ি’- মূলসুরের উপর ভিত্তি করে নবাই বটতলা ধর্মপল্লীতে নবাই বটতলা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৫ম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্রেডিট ইউনিয়নের পরিচালনা পরিষদের উদ্যোগে, এতে প্রায় ৩০০ জন সদস-সদস্যা অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার স্বপন পিউরীফিকেশন, উক্ত ক্রেডিট ইউনিয়নের প্রধান […]