দক্ষিণ ভিকারিয়ায় ফাদার-ব্রাদার ও সিস্টারদের পাষ্কা পুনর্মিলনী ও সহভাগিতা সেমিনার
৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সাধ্বী রীতা’র গির্জা, মথুরাপুরে দক্ষিণ ভিকারিয়া সেবারত ফাদার-ব্রাদার ও সিস্টারদের জন্য ‘নিবেদিত জীবনে খ্রিস্টবিশ্বাসের সাক্ষ্যদান: আনন্দময় সহভাগিতা’ -মূলসুরের উপর ভিত্তি করে পাষ্কা পুনর্মিলনী ও সহভাগিতা সেমিনারের আয়োজন করা হয় রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের উদ্যোগে। এতে মধ্য ভিকারিয়া বিভিন্ন ও প্রতিষ্ঠানে সেবারত ২০ জন অংশগ্রহণ করেন। পাষ্কাপর্বের গানসহ-বাণীপাঠ ও […]