চাঁদপুকুরে বিশপ জের্ভাস রোজারিও’র পালকীয় সফর ও বাস্কেট বল কোর্ট উদ্বোধন
চাঁদপুকুরে বিশপ জের্ভাস রোজারিও’র পালকীয় সফর গত ৩১.১২.২০২৩ খ্রিস্টাব্দে শান্তিরাজ খ্রিস্ট কাথলিক ধর্মপল্লী চাঁদপুকুরে পরম শ্রদ্ধেয় প্রভু বিশপ জের্ভাস রোজারিও পালকীয় সফরে আসেন। মালপুকুরের খ্রিস্টবিশ্বাসীগণ নৃত্যের মধ্যদিয়ে মিশনের প্রবেশ গেইট এর সামনে থেকে প্রভু বিশপকে মিশনের অফিস প্রাঙ্গণে আনা হয়। অতঃপর, সাঁওতাল কৃষ্টি অনুসারে মা-বোনেরা তাঁর পাঁ ধোয়ান ও মাল্য প্রদান করেন। অনুভূতি প্রকাশ করতে […]