ফৈলজানা ধর্মপল্লীতে প্রথম পাপস্কীকার ও সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব উদযাপন
৩ ডিসেম্বর , ২০২৩ খ্রিস্টাব্দ ফৈলজানা ধর্মপল্লীতে জাঁকজমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব উদযাপন করা হয়। ফৈলজানা ধর্মপল্লীর এবং ধর্মপল্লীর অধীনস্থ চাচকিয়া উপ-ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের অংশগ্রহণে সকাল ৯ টায় পর্বীয় খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। পর্বীয় খ্রিস্টযাগে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি.’র প্রধান পৌরহিত্যে আরো উপস্থাপনা ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও […]