ভূতাহারা ধর্মপল্লীর উদ্যোগে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার পর্ব দিবস উদযাপন
গত ৩ অক্টোবর ভূতাহারা ধর্মপল্লীর উদ্যোগে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজা সংঘের সহায়তায় সাধ্বী তেরেজার পর্ব দিবস উদযাপন করা হয়। এতে ধর্মপল্লীর ফাদার-সিস্টারসহ বিভিন্ন গ্রাম থেকে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার দলের সদস্য-সদস্যাগণ, মিশন পাড়ার ছেলে-মেয়েসহ ২২৫ জন উপস্থিত ছিলেন। এই পর্বের আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ নয় দিনের নভেনা, পাপস্বীকার ও সাধ্বীর জীবনী সহভাগিতা করা হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ […]