ধর্মপ্রদেশীয় শিশুমঙ্গল ও এনিমেটরদের বাৎসরিক সেমিনার
গত ২৭-২৯ সেপ্টেম্বর রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএস এর উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় শিশুমঙ্গল ও এনিমেটরদের বাৎসরিক সেমিনার ২০২৩। উক্ত সেমিনারের মূলসুর ছিল ” এসো ধর্ম শিখি ও বিশ্বাসে বেড়ে উঠি”। ২৭ সেপ্টেম্বর রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে বিকাল ৩.৩০ মিনিটে উক্ত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, […]