গ্রোটো তৈরীর ভিত্তি স্থাপন ও আশীর্বাদ
সাধু পৌলের গির্জা, কাটাডাঙ্গা ধর্মপল্লীতে গত ২৬ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, রোজ শনিবার তারিখে ধর্মপল্লী কেন্দ্রে এবং ধর্মপল্লীর অধীন কুসুমকুন্ডা গ্রামে পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও মা মারীয়ার নামে গ্রোটো তৈরীর ভিত্তি স্থাপন করেন এবং তা আশীর্বাদ করেন। এই অনুষ্ঠানে ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ ও মারীয়া সংঘের সকল সদস্যাগণ উপস্থিত ছিলেন। বিশপ মহোদয় তার সংক্ষিপ্ত সহভাগিতায় খ্রিস্টভক্তদের উৎসাহ […]